স্বতন্ত্রতা
শম্পা ঘোষ
খেতাব কখনো পাবো না আমি
বলতে গিয়ে একটু থামি
নিয়ন্ত্রণ করছো তুমি
বানিয়ে ফেলেছো বধ্যভূমি।
ছড়িয়ে দিচ্ছো ডালের দানা
খুঁটে খাচ্ছে পাখির ছানা
পোষ মানিয়ে করেছো কানা
সেটা আমার রয়েছে জানা।
বকবকম করবে তারা
তোমার ডাকে দেবে সাড়া
হোক না তারা ছন্নছাড়া
প্রহরী তোমার দেয় পাহারা।
খোশোমোদ করি না বলে
গায়ে তোমার আগুন জ্বলে
আঘাত হানো ছলেবলে
নয় যে আমি তোমার দলে।
স্বতন্ত্রতা রক্তে বহে
আমার চোখ শান্তি চাহে
ছুটেই চলি তারই মোহে
রয়েছে সেটা কোন সে গ্রহে।
মানুষরূপী দানব সেজে
বুঝিয়ে দিচ্ছো নানান কাজে
বলবো আমি সবার মাঝে
তুমিই অসুর এই সমাজে।
যতই তুমি দাও না গালি
আসবে দূর্গা আসবে কালী
সময় এলে হবে বলি
সবাই মিলে দাও হাততালি।
************
********
*****
**