শান্তির গল্প বলা হলো না
শম্পা ঘোষ
গল্পটা শুরুই হলো না-
তুমি বন্ধ করে দিতে বলছো?
কান্তি থাকলেই শান্তি-
এই বিপাকে পড়ে...
অনেক দিন পর শান্তি ভেবেছিলো
জমিয়ে গল্প করা যাবে,
যা গেলো বেশ কয়েক বছর,
মানুষের মুখ দেখাদখি নেই,
কথা বলা নেই,
এবার হয়তো আগের মতো-
ফিরে যাওয়া যাবে...
যেই মুখটা খুললো,
জমিয়ে রাখা অনেক কিছু,
ভেবেছিলো ওরা শুনে আনন্দ পাবে,
একটু হাসবে...
কিন্তু কোথায় সেই পরিবেশ?
সকলে মুখ গুঁজে-
ফোন ঘেঁটে চলেছে,
কি সেই ব্যস্ততা?
মাথা তোলার অবকাশই নেই...
শান্তির বুকে জমে গেলো
আবারো কিছু গল্প।
**********
*****
*
"৪-১৮-২৩"