শান্তির গল্প বলা হলো না
শম্পা ঘোষ
গল্পটা শুরুই হলো না-
তুমি বন্ধ করে দিতে বলছো?
কান্তি থাকলেই শান্তি-
এই বিপাকে পড়ে...
অনেক দিন পর শান্তি ভেবেছিলো
জমিয়ে গল্প করা যাবে,
যা গেলো বেশ কয়েক বছর,
মানুষের মুখ দেখাদখি নেই,
কথা বলা নেই,
এবার হয়তো আগের মতো-
ফিরে যাওয়া যাবে...
যেই মুখটা খুললো,
জমিয়ে রাখা অনেক কিছু,
ভেবেছিলো ওরা শুনে আনন্দ পাবে,
একটু হাসবে...
কিন্তু কোথায় সেই পরিবেশ?
সকলে মুখ গুঁজে-
ফোন ঘেঁটে চলেছে,
কি সেই ব্যস্ততা?
মাথা তোলার অবকাশই নেই...
শান্তির বুকে জমে গেলো
আবারো কিছু গল্প।
**********
*****
*
"৪-১৮-২৩"
আসবে কি না এই পৃথিবীতে আর।
ভালো লাগলো বলেই এটুকু বললাম। অনেক শুভকামনা
মানুষ ক্রমান্বয়ে কচ্চপের মতো মাথা গুজে ফোনে আটকে রাখে।বেড়াতে গেলে ও আর দু দন্ড গল্প করা হয় না।
সবাই ব্যাস্ত
কে আর আজকে গল্প শোনে!
বেড়ে বেড়ে রোজ সকাল সাঝে
জমে গেছে তাই বুকের মাঝে।
অতি সুন্দর কবিতাটি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
দুজনেরই একদম নেই
মুখ দেখাদেখি।
অন্তহীন শুভেচ্ছা প্রিয় সম্মানিত কবিবোনকে।
অফুরান্ত শুভেচ্ছা ও ভালবাসা রইল।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
এখন কারো হাতে সময় নেই কারো দিকে খেয়াল করার!
এটা কি সভ্যতার উপহার নাকি যন্ত্রণার সমাহার?
বলিষ্ঠ কলমের সমৃদ্ধ কবিতায় মুগ্ধ হলাম,
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচছা, প্রিয় কবি।
বাইরে চলে ব্যাথার কথা !
চলতে একা একলা পথে
দেখ হলেও সবার সাথে !
কইতে কথা মণ ছিল
সময় তো ছিল না ভালো !"
সুন্দর লেখা মনে ধরলো ,
বন্ধু অসীম শুভেচ্ছা রইলো !
শুভসন্ধ্যা, হার্দিক অশেষ শুভেচ্ছা , প্রবুদ্ধ প্রিয় কবি ভগিনীকে জানাই , ভাল থেক সদা।