শক্তেদার চায়ের দোকান
শম্পা ঘোষ
স্টেশন বাজারে
শক্তেদার চায়ের দোকান
সদাই মশগুল
সে কি রমরমা...
দাদাদের লাইন পড়ে যায়
চায়ে চুমুক
বেঞ্চে বসার হুড়োহুড়ি
আর হাতে খবর কাগজ নিয়ে কাড়াকাড়ি
এক হাত থেকে অন্য হাতে বদল
মাঝের পাতাগুলির প্রতি কি গভীর দৃষ্টি
এটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না...
পড়তে পড়তে চিৎকার,মগজের সক্রিয়তা,
তৎপরতা কত জটিল সমস্যার
করে দেয় সদ্য সমাধান...
বিশ্বের তাবৎ তাবৎ দেশের ভুল ত্রুটি
পুঙ্খানুপুঙ্খভাবে শব্দের বন্ধনে নিরীক্ষণ
উত্তেজিত এক মুহূর্ত
রাগে ফুসতে থাকে
যেনো আজই তাদের কানমোলা দিয়ে
সংশোধন করে দেবে...
শক্তেদা দেখে আর মিটকে মিটকে হাসে
বেঁচে থাক এই রীতি
এই জমজমে আড্ডা
খবরের কাগজে চোখ বোলানো
বাঁচিয়ে রাখবে কিছু চায়ের দোকান...
শক্তেদার চোখে ভাসে পরিবারের কয়েকটা মুখ
যারা চেয়ে আছে তারই উপর
পাবে আহার
তারাই তাহার জান
তাদের নিয়েই পৃথিবী
এইভেবে সে কয়েকটা খবর কাগজ রাখে রোজ
কার কিসে পছন্দ
সে বুঝে গেছে আজ
তাই সে মন দিয়ে চা বানায়
জলন্ত আগুনের সামনে।
******************
**************
*********
*****
**
!