স্বভাব যাবে না মলে
           শম্পা ঘোষ

        কিছু লোভী চারপেয়ে
             খুধার্ত চোখ
      সাজানো খাবার দেখলেই
             হামলে পড়ে
     গোগ্রাসে দেয় মুখে ঢুকিয়ে...

         যেনো কতদিন খাইনি
    খেয়াল থাকে না কোনো দিকের
      শুধু পেট ভরানো নিয়ে কথা
             কে কি ভাবলো
       বোধ কি থাকে তাদের?

       তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে
              দেখবে...
     তাই কখনো হয় নাকি?

      এবার হাতে তুলে নাও
               লাঠি
            দাও দু ঘা...

         ঘেউ ঘেউ করে
          বেশ কিছুটা
         যাবে পিছিয়ে...

        কিন্তু সেই স্বভাব
         আবার আসবে
          গন্ধ পেলেই।

    ***********
      *********
          *****
             ##
              !