হেয়ালীগুলো অসহ্য আজ
মেতেছে নতূন খেলায়
কালকে যেটা মধুর ছিল
আজ কেনো সে জ্বালায়?
জীবনের অঙ্ক কষায়
আছে অনেক ভুল
শুধরে নেবার সময় কোথায়-
দিচ্ছি কেবল মাশুল?
মাপা হাসি হিসাব করে
যোগ বিয়োগের ফল
মেলাতে গিয়ে পিছনে দেখি
করছে তারা ছল।
সংকোচ হয় গুমরে কাঁদার
সময়টাকে খুঁজি
গুনের ঘরে ভাগের প্রবেশ
কোথায় পাবো পুঁজি?
সঞ্চয়হীন ভালবাসা
বুকের উপর বসে
নিঃস্ব আমি নিঃস্ব আমি
কানপাতলে হাসে।
অচল তবে ভাবনাগুলো
মেটায়না কোনো স্বাদ
অস্তাচলে দাঁড়িয়ে ভাবি
কখন পড়বো বাদ।
গভীর স্মৃতি বাড়ায় ক্ষত
জ্বালায় শুধু বুক
মুছতে গেলে বেড়িয়ে আসে
কান্নাভরা দুখ।
বহু পথ পেরিয়ে এলাম
শরীর বড় ক্লান্ত
বার্ধক্যের আঙিনাটা
লাগছে কেমন শান্ত।
প্রদীপের শিখার আলো
দেখায় এত ক্ষীণ
নিভবো নিভবো বলে
গুনছে কেবল দিন।
**** **********
*********
******