সেক্রেটারি
শম্পা ঘোষ
আমি তোমায় দেবোই দেবো হাগ
যতই তুমি আমায় করো রাগ।
ফুলের তোড়া দেবো তোমায় তুলে
সব কিছু যাও না ওগো ভুলে।
হাসি মুখে করে দেবে কাজ
তোমার মুখে ভালো লাগে সাজ।
গোপন তথ্য তুমিই কেবল জানো
বস বলে সদাই তুমি মানো।
মান ভাঙাতে ডিনার নিয়ে যাবো
ভালো রেস্টুরেন্টে বসে আমরা খাবো।
কাজে তুমি দাও না কোনো ফাঁকি
স্যালারি তোমার বাড়িয়ে দেবো বাকী।
কাজ যে তুমি নিজের ভেবে করো
কত কিছুই করছো তুমি জড়ো।
অফিসের হেঁশেল তোমার হাতেই ধরা
টেনশন হলে চা করে দাও কড়া ।
অনেক কিছু জানো তুমি বেশি
মুখে রাখো সদাই তোমার হাসি।
***************
**********
*******
****
আসার আমন্ত্রণ রইল। ভাল থাকুন সুস্থ থাকুন দিদিভাই।
সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা রইল।
কবিতাটি অনেকের কাছে নিছক বিনোদনের মনে হলেও খুব কঠিন বাস্তব-ভিত্তিক বার্তা আছে।
কবির জন্যে অনেক শুভেচ্ছা রেখে গেলাম।
কাব্য পাঠে মুগ্ধতাই রেখে গেলাম দিদি।পাতায় আসার আমন্ত্রণও রইল। শুভ কামনা নিরন্তর।
ভাল থাকবেন সারাক্ষণ,
বন্ধুই জানবেন আ- জীবন।
বেশ তো.......
হোটেলে খাবো করতে তোমায় খুশী
ঘরের গিন্নি রইল না হয় ঘরে,
রাজ কর তুমি অফিস ভীতরে।
দারুণ লিখলেন প্রিয় কবি। পারশোনাল সেক্রেটারী এমনই হয়।
অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।
থাকবে নাতো কিছুই আমার বলার
কিন্তু তুমি চাও যে যেতে 'বেডে'
আমি মরি লজ্জা এবং 'সেডে'
আমি অফিস সেক্রেটারী হই
তোমার রাতের সঙ্গী কভু নই...
ভালো লিখেছেন। শুভকামনা সবসময় কবি শম্পা ঘোষ।
হাহাহাহা😁😁😁😁
আমি সব কাজ হাসি মুখেই করে দেবো
আর, আমার নামটাও যে হাসি!
যে কবিতাটি লিখল, তাকে যে বড্ড ভালোবাসি.........
ভীষণ মিষ্টি কবিতা!!
অনেক ভালোলাগা আর ভালোবাসা রেখে গেলাম
তোমার জন্য বন্ধু। ভালো থেকো।
সবই ঠিক আছে No Problem
একটাই প্রব্লেম বাড়ির গিন্নি
ঘরছাড়া সঙ্গে পিটুনি
বেশ লাগলো কবিতা খানি।
হাঃ হাঃ
ভগিনীসুলভ ভালোবাসা।
সুন্দর লিখেছেন কবি।
শুভকামনা আগামীর।
দারুণ।।
অসাধারণ ছন্দময় সেক্রেটারীর প্রশংসা পত্র কাব্যে বিমোহিত!
প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!