সে যে কথা বলে মুখ তুলে
শম্পা ঘোষ
আমার নিঃশব্দ প্রতিটি শব্দ
যখন সংঘবদ্ধভাবে বিছিয়ে দেয়
এক প্রশান্তির আঁচল...
ওগো কবি,তুমি কি চাও না
সেই শান্তির ছোঁয়া পেতে...
আমার প্রজ্জ্বলিত ভাবনারা যখন
সন্ধ্যা প্রদীপ হাতে জ্বালিয়ে দেয়
মঙ্গল শিখা,
সেই শিখার উষ্ণতা
তুমি কি মাখোনি কখনো গায়ে?
হাতটি বাড়িয়ে দিয়ে ছুঁয়ে দেখো
সেই শিখার তাপ তোমাকেও প্রভাবিত
করেছে অজান্তে...
নীল জোছনা যেমন বিলিয়ে দেয় তার রূপ,
তার শোভাও কি পড়েনি তোমার চোখে
সে যে নিঃস্বার্থ...শুধু দিতে জানে...
আজ বলি আর অবহেলা নয়
নাওগো তারে ডেকে,
নাওগো তারে চিনে...
সময় যে বড় সীমিত...বয়ে চলে যায়
হারিয়ে ফেলো না তারে
শুধু সঙ্গে নিয়ে চলো...আদরে,
আহ্লাদে,সম্মানে,ভালোবেসে।
**************
***********
********
******
***
*