সে আসে ভালোবেসে
শম্পা ঘোষ
ছন্দ দেখি গন্ধ মেখে
করছে লাফালাফি
আজ কবির বুকে ভালোবাসার
নেইকো কোনো ঝাঁপি।
মন মাধুরী সাজতে বসে
এই ফাগুনী রাতে
সোহাগমাখা স্পর্শগুলো
মাখছি সাথে সাথে।
হাজার হাজার স্বপ্ন ভাসে
হাজার অভিলাষে
শব্দ দেখি যায় ছড়িয়ে
কখন ভালোবেসে।
ভালোবাসার মানে কেবল
যে বোঝে সে বোঝে
সাগর জলে মন ডুবিয়ে
মুক্তোটাকে খোঁজে।
ভাবনারা আজ হাওয়ার বেগে
ঘুরছে এলোমেলো
জাপটে ধরে করছে আপন
কি করে মন ছুঁলো।
চোখের কোনে ঘুম আসে না
তোমায় মনে করে
ভিখারিনীর ঝোলা তুমি
দাও না ওগো ভরে।
আহ্লাদটা ঢেকেই দিলাম
সজল কালো চোখে
তোমার আমার ভালোবাসা
সবাই যেনো দেখে।
স্বচ্ছ মনে সন্ধিক্ষণে
করবো আলিঙ্গন
ওগো তুমি আমার বুকে
থাকো সারাক্ষণ।
********************
***************
************
********
ঁঁঁঁঁঁঁঁঁঁ
ঁঁঁঁ
ঁ