সত্যের মুখোমুখি
শম্পা ঘোষ
ভাবতে বড় ভালো লাগে
তুই যে আমার স্বপ্নে বিভোর
ঘোর লেগেছে শরীর জুড়ে
তোর হৃদটি করে ধকর পকর।
এত দিনে বুঝলি রে তুই
কি আছেরে আমার মাঝে
জীবনটা তো বয়েই দিলি
নানান রকম বাজে কাজে।
সংশয় তোর আছে মনে
তাই তো তুই এড়িয়ে চলিস
ভালোবাসার নামটি করে
কেনো এত মিথ্যা বলিস?
তোর খরা বুকে জল ঢেলেছি
উর্বরতা কর না মনে
সবুজ সবুজ ভাবনাগুলো
হচ্ছে কেমন চনমনে।
শান্তি তুই পাসরে বটে
আমার ভাবনায় ভাবতে গিয়ে
ছুটছিস তুই দূর সীমানায়
হাওয়ার চেয়ে দ্রুত বয়ে।
সবই আমি বুঝতে পারি
দেখতে পারি চোখটি বুজে
কোথায় তুই পেলি ওরে
বিশ্বজুড়ে আমায় খুঁজে?
গঙ্গা জলে হাতটি রেখে
বলনা রে তুই সত্যি কথা
আমার জন্য তোরও বুকে
বাজে যে বড্ড ব্যথা।
************
*********
******
***
*