সত্যি কি বোঝার ভুল
             শম্পা ঘোষ

    কাঞ্চন বলেছিলো সোনালীকে-
       তোকে বড়"ভালোলাগে",
   সোনালী ভেবেছিলো এইভাবেই
      কথাটা একটু এগিয়ে যাবে।

          কিন্তু মাঝখানে কখন
            থেমে গেলো সব,
        কাঞ্চন চলে গেলো দূরে
             পেয়ে তার জব।

            কেটে গেছে তার,
            পেরিয়ে বছর চার,
         আজ কাঞ্চনের ঘরে রূপা
       স্ত্রী রূপে পেয়েছে অধিকার।

         সোনালী কেনো কাঁদে?
         বুকে বয়ে স্মৃতির ভার,
খাঁটি ভালোবাসা ভেবেছিলো যারে
       কি পেলো শুধু তিরস্কার?

      "ভালোলাগে"এই কথাটা
     সোনালীর মনে গড়ে বিশ্বাস,
        তার থেকে পরিণত হয়
           ভালোবাসার বাস।

      এ এমন শক্তি চুপটি করে-
        মনের ঘরে খুঁটি বাঁধে,
       স্বপ্নের সিঁড়িতে পা ফেলে
      উঠতে চায় ভাবনার ছাদে।

       কাঞ্চন পারেনি বোঝাতে
   "ভালোলাগা" ও "ভালোবাসার"-
          মধ্যে আছে তফাত,
    সোনালী কেনো বুঝলো ভুল?
                  আর
       কাটাচ্ছে ঘুম ছাড়া রাত।

               ******
                   **
                    *
             "৪-১৯-১৮"