কোন আগুনে পোড়ালে কবি
তোমার গোপনো ব্যথা
এ যে এক জলন্ত ছাই
ফুটে ওঠা কটি কথা।
মনের ভিতর কষ্টগুলো
বন্ধ করে শ্বাস
কবিতা তখন বাতাস হয়ে
মনে দেয় আশ্বাস।
বিষাদ মাখানো দুঃখগুলো
স্মৃতি হয়ে বুকে বাজে
চলতে হবে একাই পথ
ঘন অন্ধকার সাঁঝে।
প্রদীপ হাতে দাঁড়ালো কাছে
ঘোমটা জড়ানো মুখ
আলো আঁধারের স্বপ্ন দেখে
জেগে ওঠে কত সুখ।
সীমিত আলোয় খুঁজে নিলো আজ
বাঁচার নতুন পথ
সারথি হয়ে ছুটবে আবার
চালাবে জীবন রথ।
**********
*******
***
*