শান্তির বারি ঝরে পড়ুক কবির জন্মদিনে
              শম্পা ঘোষ

            ওগো কবি দাও গো বলে
                 কি করবো আজ
            তোমার কথা ভাববো শুধু
              করবো না আজ কাজ।

           মনের আকাশ তোমার ছটায়
                দিচ্ছে ভরে আলো
           দেখছি আমি সেই আলোতে
               লাগছে ভীষণ ভালো।

            জাগিয়ে রাখো আমায় তুমি
                 তোমার সাধনায়
           লুকিয়ে আছো তাই তো তুমি
             মনের কোনায় কোনায়।

              তুমি আমার সত্য রবি
             কবির রাজা মন সাগরে
            তোমায় আমি পূজা করি
             থাকো তুমি জীবন ভরে।

           ভাবনা তোমার অসীম মাঝে
                মুক্ত পাখির গান
        তোমার ভাবনায় ভাবিয়ে তোলো
               করবো সদাই স্নান।

           ব্যক্ত হোক জীবনের জয়
           ভরুক সেই আলোক বাণী
           জেগে উঠুক সকল প্রাণে
            বাজুক আজ শঙ্খধ্বনী।

            গানে গানে পুণ্য প্রাণে
             স্মরণ করি জন্মদিন
           ওগো কবি দাও সাহারা
         তোমার কাছে থাকবো ঋণ।

            ঝরুক পড়ে শান্তি ধারা
             ভিজিয়ে দাও বিশ্বভূমি
          আজকে তোমায় চাইছি মনে
              জন্ম নাও আবার তুমি।
  
               ***********
                   *******
                       ***
                         !

  " আজ অখিলে পুণ্যদ্বারে তোমায় করি স্মরণ
দাও ভরিয়ে দাও ভরিয়ে ছড়াক তোমার কিরণ"।

সুপ্রভাত জাগো "রবি"
সুপ্রভাত আজ শুভ জন্মদিনে প্রণাম জানাই "কবি"।

পঁচিশে বৌশাখ ১৪২৭