সংসারই আসর
শম্পা ঘোষ
হাজার আবেগ
ও আবেশের মূর্ছনা
স্মৃতিরা বুকে দেয়
কত মোচড়
কলম করে চলে
শুধু নানা রচনা
আধুলিতে ভরে রাখো
বর্তমানের কোঁচড়
না দেখা স্বপ্ন নিয়ে
করে যাও অর্চনা
ভাবনার গায়েতে
দাগ কাটে আঁচড়
মনের আকাশে
ভরে যাক জোছনা
দেখতে দেখতে
কেটে যাবে তিন প্রহর
রাতের শেষ বেলায়
আর কিছু ভেবোনা
উপভোগ করো শুধু এই আসর।
************
********
*****
**
*