সঁচালক
শম্পা ঘোষ
টিয়া এখন মনের সুখে বাজায় বসে শিস
শালিক ভায়ার হচ্ছে জ্বালা করছে ফিসফিস
টিয়ার নাকি বড্ড গুমর
ল্যাজ নাচিয়ে দোলায় কোমর
আমার দিকে তাকায় না সে দেয় না কেনো কিস।
লোলুপ দৃষ্টি
টিয়া এখন আনন্দেতে খাচ্ছে পেয়ারা
শালিক যে তাকিয়ে থাকে সে বড্ড বেয়াড়া
টিয়া বলে তুই পাবি না স্বাদ
এখন বসে বসে কাঁদ
তোর পেটেতে থাকবে কেবল পোকামাকড় ভরা।
নির্বাহ
টিয়ার আছে রূপের বাহার জৌলুস তার ঠোঁটে
তাই না দেখে শালিক ভায়া জোরে ভেংচি কাটে
করতে যায় নকল
নেইকো তার দখল
মনের দুঃখে বসে বসে মাথা এখন কোটে।
******************
***************
***********
*******
!!!!!
!!