সেই তুমি সেই আমি (১০০ তম কবিতা)
শম্পা ঘোষ
আবিরের রঙে ডুবে গেছে আজ
ফ্যাকাশে আবেগ
রামধনু রঙে রাঙিয়ে দিলাম
মনের এই মেঘ।
কফোঁটা জলে ধুয়ে গেছে কখন
বৈকালী রোদ
সরোবরে তাই ফুটেছে কত
শাপলার বোধ।
মাছরাঙা ঠোঁটে জেগে উঠে দেখি
গোলাপী হাসি
দূরে বসে আজ কে যেন বাজায়
মধুর বাঁশি।
বিভাবরী তাই চপলার বেশে
নতুন সাজে
পূর্ণিমার চাঁদ বিলাসিতা করে
মনের মাঝে।
ছাদের কিনারে দাঁড়িয়ে দেখি
সুখের স্বপন
দুটি হাত দিয়ে জড়িয়ে ধরে
করে যে আপন।
তুমি আমি আজ চলে গেছি সেই
পুরানো ধাপে
শিহরণ জাগে পুলকিত বুক
কেন যে কাঁপে।
বাতাসে বাতাসে কানকানি করে
পাতায় পাতায়
জুঁই ফুল সে তো গন্ধ ছড়ায়
লতায় লতায়।
কথারা কখন চুপ করে যায়
এ দুটি মুখে
ভালোবাসার শ্বাস ভরে নেয়
চারটি চোখে।
মায়াবী রাতের ঘ্রাণ মেখে নিয়ে
নেশায় বিভোর
খোলা আকাশে বিছিয়ে দিয়েছি
শয্যা বাসর।
***********
********
******
***