সাধারণ হয়ে উঠলো অসাধারণ
শম্পা ঘোষ
কোটি কোটি মানুষের ভিড়ে
চায় নি সে হারিয়ে যেতে
খুঁজে পেতে চেয়েছে নিজেকে
অস্তিত্ব থাকবে তার পৃথিবীর বুকে।
জন্ম হলো সেই সময়ে
যখন সাদায় কালোয় রেশারেশি
বর্ণ নিয়ে আগুন জ্বলে
মানুষে মানুষে এত ভেদাভেদি।
কষ্ট তার শিরায় শিরায়
আঘাত তার রক্তে হানে
আজ এখানে কাল ওখানে
খুঁজেই চলে বাঁচার টানে।
প্রতিভা যত ঢেউয়ের মত
জমতে থাকে তারই বুকে
মনের কথা লিখতো খাতায়
কবিতা শোনাতো নিজের মুখে।
গলায় ছিলো যাদুর ছোঁওয়া
শুনতো সবাই মুগ্ধ হয়ে
কবিতার ঐ কথাগুলি
প্রতিটি হৃদয়ে যায় যে ছুঁয়ে।
রশ্মি ছড়ায় ব্যক্তিত্বের
প্রকাশ পাওয়া গুণের রাশি
একটি নাম উঠলো ভেসে
মুখটি ছিলো সদাই হাসি।
**********
********
*****
****
স্বনামধন্য মার্কিন কবি মায়া এন্জেলোর মৃত্যু দিবসে কবিকে আমার শ্রদ্ধাজ্ঞলি।