রসের টান
শম্পা ঘোষ
জ্যৈষ্ঠের চটচটে গরম
গা থেকে পড়ছে টসটস করে ঘাম
তবুও ভনভন করেই চলেছে
মাছিটি খাচ্ছে বসে রসালো আম।
স্বাদ, গন্ধ, না অন্য কিছু
আকর্ষণ বাড়ছে বাড়ছে
কিছু তো আছে তাতে
গাঢ় সংযোগ ঘটছে ঘটছে।
যতই তাড়াও তাকে
সেই চলে আনাগোনা
বিচ্ছেদ কি এতই সহজ
মন যে মানে না মানে না।
বলি সম্পর্কটি এমনি তর
মানে না কোনো জাতপাত
মাছি মনের সুখে খায় রস
আম করে না কোনো সংঘাত।
*****************
*************
**********
********
*****
**