রঙ মেখে সঙ সেজে করে ঢঙ
শম্পা ঘোষ
অভিনয়...অভিনয়
রূপালী পর্দায় অভিনয়
পয়সা পেয়েছে অনেক
সেজেছে ভেক...
তবুও ক্ষুধা
হবে নেতা
দেখায় কেতা...
চুল নয় উস্কো খুস্কো
জনগণ করেছে বিশ্বাস সাধ্য মতো
দিয়েছে ভোট
লুটছে,লুটেছে
সেখানেও অভিনয়
গরীবের টাকা
করেছে আত্মসাৎ
কাঁপেনি হাত
দু হাত ভরে নিয়েছে লুটে
ভরেছে ঝোলা
আনন্দে গা ভাসিয়ে
করেছে ডিস্কো...
ভেবেছিলো কি সে?
ওই ঝোলাতে নজর পড়বে শনির দৃষ্টি...
কেমন করে?
এ তো আমার চুপিচুপি নেওয়া
দেখেনি তো কেউ
কি অনাসৃষ্টি!
বেশ তো ছিলাম!
আমেজ,আয়েশ,ফূর্তি ...
আর সময় মত লুটে নেওয়া
গরীবের রক্ত,
ওদের তো আছে অগাধ ভক্তি...
এতেও বাধা,
দিলো না থাকতে ভালো...
যা...তোদের জন্য ভালো করতে আছে,
সেই আবার চিরাচরিত সিনেমার সংলাপ
এবার মুখ,ভয়ে হয়ে গেছে কালো!
পড়েছে এবার গর্তে
সত্য আছে এই মর্ত্যে
সত্যকে ওরা বড় ভয় পায়
তাই দু হাত দিয়ে মুখ লুকিয়ে যায়...
আগেই হাত তুলে বলে
কত আর নিয়েছি
এক কোটি হবে হয়তো...
ফেরত দিয়ে দেবো ওই টাকা
ভাবো...যদি কথা না উঠতো, কি হতো?
কি অভদ্র,কি অভদ্র
জনতা হয় এবার ক্রদ্ধ...
ন্যাকামির একটা সীমা আছে
গরীবের টাকা মেরে ওরা কি ভাবে বাঁচে?
অভিনয়ে এত পাকা পোক্ত
যতই আইন হোক শক্ত
ওরা খুঁজে নেবে ফাঁক ফোকর
আবার ভাষণ দেবে বকর বকর।
*****************
*************
**********
*******
***
*