রঙ লেগেছে মনে
শম্পা ঘোষ
কোকিলটা ডাকছে শোনো
কুহুকুহু রবে
মনেতে বসন্ত আজ
জেগে উঠে সবে,
কি জানি কোন ভালোলাগা
দোলা দিয়ে যায়
ফেলে আসা দিনগুলি
ফিরে পেতে চায়,
আবীরের রঙে আঁকি
জীবনের ছবি
অদম্য উল্লাসে
মেতে উঠে কবি,
কিশোরীর সেই চোখে
খোঁজে যাকে আজ
উষ্ণ পরশ লাগা
মুখ ভরা লাজ,
বট গাছের ছায়াতলে
দাঁড়িয়ে যে ছিলো
লুকানো হাত দুটি
গালে হাত দিলো,
সারা গায়ে শিহরণ
ছুটে চলে যাওয়া
মনেতে বইতে থাকে
বসন্তের হাওয়া,
কানে দেখি বেজে উঠে
সেই চেনা সুর
ভিতরটা কেন যেন
করে গুড়গুড়।
খেলবো হোলি রঙ দেবো না
তাই কখনো হয়
মনের রঙে মনকে চুবাই
আজ নেইকো কোনো ভয়।
##################
*************
%%%%%%%
৳৳৳৳৳৳৳৳
ঁঁঁঁঁঁঁঁ
!!!
*
আসরের সমস্ত সদস্যকে জানাই পবিত্র হোলির রঙে রাঙানো শুভেচ্ছা ও
শুভ দোল যাত্রা।