রাধার মন কাঁদে সারাক্ষণ(লিমেরিক)
শম্পা ঘোষ
রাধা আজ কেঁদে কেঁদে হয়ে গেছে অন্ধ
শ্যাম ডাক তবু ছাড়ে না করে না সে বন্ধ
শ্যাম যে তার মনের নাগর
চোখের জলে ভাসায় সাগর
ফেসবুকটা ছিলো মজার বলুক না সকলে মন্দ।
*****************
*************
**********
*******
***
*