রবির কিরণ
শম্পা ঘোষ
দ্বোর গোড়ায় দাঁড়িয়ে বাজায় শঙ্খ
রবি ঠাকুর ওঠো,তুমি ওঠো,
আজ তোমাকে বড় দরকার...
তুমি তো আমাদের জীবনের সঙ্গে জড়িত,
তুমি তো আলাদা নও?
প্রতিদিন প্রভাবিত হই-
তোমার ছিটকে পড়া আলোর কিরণে,
আজকে সেই দিন করি স্মরণে...
আমাদের মননকে জাগিয়ে তোলো বারবার,
তুমি যে আলোর আধার...
আমরা ঋনী তোমার দীপ্ত ছটায়,
কারা যেনে গেয়ে ওঠে ছাতিম তলায়...
"তুমি নব নব রূপে এসো প্রাণে,
এসো গন্ধ বরনে,এসো গানে"...
তুমি আছো শ্বাসে,নিঃশ্বাসে,
বাঁচার উচ্ছাসে,
আছো পাশে...
তুমি আমাদের রবি,হে বিশ্বকবি,
করি তোমারে নাম,
তোমার চরণে রেখে গেলাম-
ভক্তিপূর্ণ প্রণাম।
********************
*************
******
"২৫শে বৈশাখ"
"৫-৯-২৩"
তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে ।।
নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল মননে
সকল হৃদয়তন্ত্রে যেন মঙ্গল বাজে ।।
অনবদ্য শ্রদ্ধাঞ্জলি।
🙏🙏🙏🙏
অনন্য কাব্যিকতায় মুগ্ধতা রেখে গেলাম।
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি
সুন্দর কবি রবির প্রনাম পরিবেশন।
রক্তিম শুভেচ্ছা।
কবির জ্ঞানবান বাণী-কাব্যে মুগ্ধ -আপ্লুত ।
শুভসকাল , অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবি ভগিনীকে , ভাল থেক সদা ।
সদা বিচরণ রইল একলা
চলি যেন আলোক ভেলা।
অপূর্ব শোধায় রচিত প্রিয় কবিবন্ধুর জীবনবোধ কবিতাটি। খুব খুব ভাল লাগা রইল। ভাল থাকবেন সতত। আর্শীবাদ জানবেন অবিরত।।
অতুলণীয় শ্রদ্ধার নৈবেদ্য সম্মানিত কবি!
মুগ্ধতা রইল অন্তহীণ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, প্রিয় কবি।
দারুণ উপস্থাপনা ও কাব্যিকতা অনুভব।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন সম্মানিত কবিবর।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর