পুনর্মিলন
শম্পা ঘোষ
আনমনে চলি আমি
চেনামুখ দেখে থামি সে কেনো পায় ভ্রমি
চিনেও বলেনা তুমি।
আলপথ গেছে বেঁকে
সবুজ ঘাসেতে ঢেকে আঁখি দুটি দেখে তাকে
না বলা কথার ফাঁকে।
শিশির জমানো বুক
ভিজে ওঠে সেই মুখ শুষে নেয় সব দুখ
একটু দেখার সুখ।
ভালোবাসা কথা কয়
ধকধক বুকে বয় হয়নি এখনো ক্ষয়
দুটি মুখ আলো হয়।
হাত দুটি চেপে ধরে
চোখ দিয়ে জল ঝরে ফিরে চলে সেই ঘরে
ফেলে আসা সংসারে।
মনের বাদামী খামে
ভুলগুলো ছিলো জমে ভেঙ্গে যাওয়া সংযমে
নব আশার সঙ্গমে।
মিলনের পারিজাত
সুগন্ধে ভরে রাত ধরা থাক দুটি হাত
মুছে যাক সব খাত।
*****************
*************
*********
******
***
*