পুকুর ভাবে সাগর হবো
শম্পা ঘোষ
ডোবায় আজ কচুরীপানা
তাই পুকুরে ছুড়ে মারছে ঢিল,
সাপে-নেউল হয় ঝগড়া
কেঁচোর দল করে কিলবিল।
কুঁচে এখন যাবে কোঁথায়
জল শুকিয়ে যাচ্ছে বিল,
বাঁচার জন্য ছুটছে দেখি
খুঁজে পেয়েছে নতুন ঝিল।
মোরলা,পুঁটি,কুচো চিংড়ি
ওদের এখন হাল দেখো,
শুটকি হয়ে গা শোকায়
গন্ধ ভরা মাখো মাখো।
সিঙি ,মাঙ্গুর,ট্যাংরা,কই
নেইকো তেজ বেঁধার হুল,
ওরাও এখন মুখ লুকিয়ে
প্রায়শ্চিত্ত করে বোঝার ভুল।
কাতলা,রুই,মৃগেল,বাসা
কি ভাবে যে জাত খোয়ায়,
ভুল ভেড়িতে গা ডুবিয়ে
ধরেছে তাদের কোন বোঁয়ায়?
আড়,বোয়ালের পাখনা কেটে
বন্দি রাখে চৌবাচ্চায়,
লম্ফঝম্প,হম্বিতম্বি
সব ফুটো বেলুন চুপসে যায়।
কুমীর ভায়া খুঁজছে পথ
এবার আমি যাই কোথায়?
খালের জলে দম বন্ধ
চোপ পড়লো যেই মাথায়।
পুকুর ভাবে সাগর হবো
খাল,বিল,ঝিল,কুয়োও তায়,
স্বপ্ন এখন আটকে গেছে
তেষ্টা মেটানোর জল যে নাই।
**************
********
"৯-১০-২২"