পূজারিণী ভাবে
শম্পা ঘোষ
মনের দেওয়ালে পেরেক আঁটা
স্মৃতির ক্যালেন্ডার,
দমকা হাওয়ায় ফত ফত করে
ঝুল ধরা ওই পাতায়।
কত ঘর্ষণে মত্ত থেকে
ছিঁড়ে গেছে কিছু ধার,
পুরানো সময় তারিখেই চোখ
কি যে সে পেতে চায়?
তিথির ব্যথা পারেনা ঢাকতে
আমাবস্যার অন্ধকার,
মুক্তির পথ খুঁজবে কিভাবে
কোথায় পাবে উপায়?
পঞ্জিকাটি বদলে যায়
বছর আসলে পরে,
কত শুভলগ্নের স্বপ্নে বিভোর
দরজা আঁটা ঘরে।
যাপন,আপন ভালোবাসাবাসি
টিকটিকি করে শব্দ,
নিঝুম রাতের গভীরতার ভার
বয়ে যায় নিস্তব্ধ।
কল্যাণ নীতি সুমতি ভাবনায়
আজ উদযাপনের পালা,
পূজারিণী ভাবে সুখ খুঁজে পাবে
তাই গাঁথে সে পুষ্প মালা।
**********
*****
*
"৬-৭-২৩"