সবাই দেখি খেলছে রেস
তোমার চেয়েও হয়তো বেশ
মাথায় এখন নেইকো কেশ
এ এক আজব দেশ।
জিততে হবে আরও বেশি
ফুলিয়ে তোলে হাতের পেশি
তুমি জিতলে হয় না খুশি
ফুঁসছে কেনো বিন্দু মাসি?
এখন একটা এসেছে ট্রেন্ড
ফেসবুকেতে হচ্ছে ফ্রেন্ড
তুলছে ফটো করছে সেন্ড
সম্পর্কটা দুদিনে এন্ড।
হাতে লোকের অনেক টাকা
মনটা তবু ফাঁকা ফাঁকা
কথা বলছে বাঁকা বাঁকা
অন্যের গায়ে দিচ্ছে ছ্যাঁকা।
শপিং মলে বাড়ছে ভিড়
ছোটো ব্যবসায় ধরছে চিড়
কারোর পাতে পড়ছে ক্ষীর
পাগলা দাশু করে বিড় বিড়।
চার চাকা আজ ঘরে ঘরে
মাটিতে যে পা না পড়ে
চুমুক দাও চায়ের ভাড়ে
একটুকুতে স্বাদ না ভরে।
ওষুধ খাচ্ছে মুঠো মুঠো
আমজনতা সবাই ঠুঁটো
মরতে গিয়ে বেঁচে ওঠো
মায়ের কাছে ডন্ডি খাটো।
বিদ্যা আজ কিনছে টাকায়
পয়সা থাকলে গলা হাঁকায়
আলু পেঁয়াজ পচছে ঝাঁকায়
চাষীর দিকে ঘুরে না তাকায়।
প্রসাধনী আজ মাখছে মুখে
সুন্দরী তাই বলছে দেখে
বিউটি পার্লার চালাতে শেখে
আইলাইনার দিচ্ছে চোখে।
উৎসবতো হচ্ছে সদাই
বক্স বাজিয়ে নাচছে গদাই
মদটি ঢালে নিজের গলাই
শব্দে কান ঝালাই পালাই।
হেঁচকি হোলে বন্ধ ডাকে
মিছিল চলছে ঝাঁকে ঝাঁকে
প্রতিশ্রুতি দাঁড়িয়ে থাকে
গুছিয়ে নেয় সেই ফাঁকে।
বিদেশী চাল করছে ফলো
তবে রাস্তা ভর্তি কেবল ধুলো
দূষণ ভরা ধোঁয়া কালো
প্রগতিশীল হচ্ছে বলো?
***********
********
*****