ব্যালকনির ঐ রেলিং ধরে
দাঁড়িয়ে থাকি রোজ সকালে,
  কখন তুমি রাস্তা দিয়ে
হাসতে হাসতে যাবে চলে।

অপেক্ষা আর চেয়ে থাকা
একটুখানি চোখের দেখা।
  মুহূর্তের ঐ একটু পলক
মনের মধ্যে দেয় যে চমক।

  স্বপ্নে দেখা রাজকুমারী
তোমাকে দেখি ভাবি আমারি।
  পাগলপনা ইচ্ছারা সব
জেগে ওঠে মনের উপর।

শাড়ীর আঁচল যাও উড়িয়ে
  দেখি আমি দু'চোখ ভরে।
  পরীর মত উড়তে পারা
আমার হৃদয়ে দেয় যে নাড়া।

খুসখুসানি গলা ঝাকানো
শব্দ শুনে ফিরে তাকানো।
তোমার দৃষ্টি দেয় বুঝিয়ে
আমার মনের সৃষ্টি খোঁজে।

  ভালোবাসার উদয় হলো
  ঝলমলিয়ে খেলে গেলো।
তোড়াভরা লাল গোলাপ ফুলে
তোমার হাতে দিলাম তুলে।

গালে তখন লালের আভা
ঠোঁটে ভাসে হাসির শোভা।
আমার দিকে দু'নয়নে
তাকিয়ে ছিলে বহুক্ষণে।

নিঃস্তব্দ আর নির্জনতা
দুটি মনে প্রাণের কথা।
উপছে পড়া ঢেউয়ের মত
  খুশিভরা ভাষা যত।

ভরতে থাকে প্রেমের জোয়ার
বন্ধন চায় বাঁধবো এবার।
  দুটি মনের এক উক্তি
   মন্ত্র পড়া প্রতিশ্রুতি।

    কাছে ডাকা কাছে আসা
    ভালোলাগা ভালোবাসা।
এখন ব্যালকনিতে দুটি চেয়ার
একটি আমার আর একটি তোমার।
      ************
         *******
             **
              *
আমার এই কবিতাটি একটি "শারদীয়া সমাজ সংবাদ" পত্রিকাতে
পূর্বে প্রকাশিত হয়েছিল|