প্রেমের কলস (২০০ তম কবিতা)
শম্পা ঘোষ
আদর করে জড়িয়ে ধরো
আমায় যখন
শরীর জুড়ে খেলতে থাকে
কি শিহরণ।
আইসক্রীমের চামচটা যেই
মুখে ঠেকাই
ঠোঁটের কোণে লেগে থাকা
কেমন দেখায়?
হাত বাড়িয়ে দাও মুছিয়ে
আপন করে
ভালোবাসার স্পর্শ পেলাম
শরীর জুড়ে।
কৃ্ষ্ণচূড়া গাছের নীচে
যে গানটি গাও
মুচকি হাসি দেয় বুঝিয়ে
আমায় যে চাও।
একটি পাতা নিলাম তুলে
হাতের কোলে
মনের ভিতর আবেগগুলো
কেমন দোলে।
ফুলগুলি সব পড়ছে ঝরে
এলোমেলো
ভাবনারা আজ আঁচল পেতে
কি ভাবালো?
তুমি আমি যদি ভাবি
একই আছি
জীবনটাতো তোমার জন্য
শুধুই বাঁচি।
শরীর মন ছুটছে দেখো
কোন অজানায়
আজকেটাকে দিই ভরিয়ে
কানায় কানায়।
ভালোবাসা হয় না অবশ
হয় না অলস
জীবনভর রাখবো ধরে
প্রেমের কলস।
************
*********
*****
**
!