বয়ে গেলো দিনগুলি সব
বয়ে গেলো বেলা
মনের উপর কিসের এ ভার
করছে শুধু খেলা ?
মৃদু মৃদু বাতাস বহে
মনের আঙিনায়
উড়ু উড়ূ মনটা করে
কিসের ভাবনায়।
বসন্তেরই রঙিন আলোয়
রাঙিয়ে দিল মন
এসো না ভাগ করে নিই
সময় কিছুক্ষণ।
পায়ে পায়ে ছন্দ তোলে
চোখে লাগে ঘোর
কোকিলের মধুর ডাকে
জেগে ওঠে ভোর।
ভ্রমর এসে গুনগুনিয়ে
গেয়ে গেলো গান
আমের ডালে মুকুলগুলো
করছে অভিমান।
মাটির উপর শয্যা পাতে
শিমুল ফুলের রাশি
দক্ষিণ হাওয়ায় চুল উড়িয়ে
চলো ঘুরে আসি।
প্রেম কেবলই মনটা বোঝে
বয়স বোঝেনা
প্রকৃতিরই রূপের বাহার
করছে ছলনা।
*************
***********
********
******
***