প্রেম প্রেম খেলা
শম্পা ঘোষ
কুঁড়ি ফোটা ছেলে মেয়েরা
অতি সহজে প্রেম করা
প্রেমে পড়া খেলাকে বেশ আয়ত্তে
বা দখলে নিয়ে ফেলেছে
আজকের দিনের সেলফোনের দৌলতে...
প্রত্যেকেই ব্যস্ত,
একটা গার্ল ফ্রেন্ড বা বয় ফ্রেন্ডের
গৌরবে মজতে
সময়টা যেন বাজারে আসা
প্রথম শীতের কমলা লেবুর মতো
গন্ধ ছড়িয়ে পড়ে খোসাতে...
সবই ওই
যান্ত্রিক মাধ্যমেতে
কত কথা বলা,লেখা,ছবি
জমছে ফোনের
ছোট্ট মেমোরিতে...
আর ভালো না লাগলে
ব্রেকআপ করতে পারে
নিমিষে নিশ্চিন্তে
জীবন্ত মেমোরির বদলে
ওরা ব্যস্ত হয়ে পড়ে
ফোনের মেমোরিকে মুছতে...
কি মুশকিল বলুন তো
মন কি এতই ঠুনকো?
তাই বাঁধা পরে ফোনেতে...
আবার ওঠে জেগে
উঁকি মারে ফেসবুকে
কত মুখ নেয় ঝুঁকি
এই প্রেম প্রেম খেলাতে...
হাই হাই দুনিয়া
রঙচঙে
কচি কচি মুনিয়া
হৃদয়টা ভরে রাখে
সেলফোনের খাঁচাতে।
**********
********
*****
&&
&