প্রেম বিরহে হাবুডুবু
শম্পা ঘোষ

    বিরহের এই শুকনো বাতাস
     মনকে করে শুধুই হতাস
   মেটমেটে লাগে যে আকাশ
   আলো কেনো হয় না প্রকাশ
   হারিয়ে ফেলে জীবন বিকাশ।

    সেই বুকেতে প্রেমটি এলে
    শুকনো গাছে জলটি ঢালে
   সুর খুঁজে পাই তালে তালে
    সিক্ত হয় সে খুশির জলে
   মাথায় গোঁজে ফুল বিকেলে।

     বিরহের সেই সে ছায়া
   মনের মধ্যে করে ধাওয়া
   জড়িয়ে রাখে সকল মায়া
   খুঁজেই চলে কোথায় কায়া
   পেতে চায় প্রেমের ছোঁয়া।

   প্রেমটি পেলে ছড়ায় বিভা
  ছলকে পড়ে তারই শোভা
    কি রাত্রি কি সে দিবা
   মনকে করে সদাই যুবা
   ঠিক যেনো মনোলোভা।

   ************
      *********
         ******
            ***
              *