প্রভু তুমি চোখ দিয়েছো
তবে তাকানোগুলো এত বেঁকা কেন?
      প্রভু তুমি মুখ দিয়েছো
তবে মুখের বাক্যগুলো এত কটু কেন?
      প্রভু তুমি মন দিয়েছো
তবে মনের ভাবনাগুলো এত নিষ্ঠুর কেন?
      প্রভু তুমি রূপ দিয়েছো
তবে রূপের এত অহংকার কেন?
     প্রভু তুমি হাসি দিয়েছো
তবে হাসির ধারাটা এত তিক্ত কেন?
     প্রভু তুমি কান্না দিয়েছো
তবে কান্নার ভিতর এত ছলনা কেন?
   প্রভু তুমি ভলোবাসা দিয়েছো
তবে ভলোবাসার মধ্যে এত চাহিদা কেন?
     প্রভু সবই তুমি সৃষ্টি করেছো
তবে তোমার সৃষ্টিকে নষ্ট করে কেন?

      ****************
          ************
              ********
                  ****