প্রভু দাও দেখা
শম্পা ঘোষ
মূলখানি আজ গেছে শুকিয়ে
ডালখানি আজ রুগ্ন
পাতাগুলো সব পড়ছে ঝরে
গাছগুলো সব নগ্ন।
বাতাস তাই ফিসফিস করে
বলে সময় বড় ক্ষুন্ন
দিনরাত তাই চলছে লড়াই
চাই মুঠো ভরা দুটি অন্ন।
বাঁচার জন্য কত কৌশল
কেউ কাউকে করে না মান্য
মানুষ হয়েও মানুষের তরে
ব্যবহার ভিন্ন ভিন্ন।
ধন সম্পদ হাতিয়ে নিয়ে
রাখছে নিজের জন্য
রক্তের লোক হচ্ছে যে পর
সম্পর্ক হচ্ছে দেখো ছিন্ন।
হিংসা,বিদ্বেষ,লোভ,লালসা
বিষাক্ত মন ঘৃণ্য
জাত পাত নিয়ে মানুষ
কোথায় রাখবে বর্ণ।
ওলট পালট হলো এবার
সব দাপট হলো চূর্ণ
আজ ধনী গরীব একই হিসাব
বাঁচো সবার জন্য।
রসদ এবার যায় ফুরিয়ে
ভাড়ার হবে শূন্য
কে করবে কার বিচার
এই অভাবটাকে পূর্ণ।
মানুষ আজ বড় সংকটে
এসেছে সেই লগ্ন
ওগো প্রভু দাও না দেখা
ধরাকে করো পুণ্য।
*************
*********
*****
!!!