প্রত্যাবৃত্তি
শম্পা ঘোষ
কিভাবে মানুষ বদলে যায়
বুঝতে পারি না আজও
কালকে যাকে দেখলাম ঠিকই
আজকে বদলে গেলো তার সাজও।
জমাট বাঁধা কালো মেঘে
মনকে করে কর্ষ
শুকনো মেঘের আস্ফালনে
হবে না কোনো বর্ষ।
শস্য দেখো তিতকুটে তাই
ফলিয়ে ফেলে দিতে হবে
কে কজনে সহ্য করবে
তাকে আদর করে খাবে।
তুমি মানুষ কেনো এমন
হয়ো না সরীসৃপের ছানা
বিবর্তন আবার বিপরীত মুখে
আর যাবে না চেনা।
*******
****
!!!
!
!
"১-১৮-২০"