সকাল থেকে সন্ধ্যে আসে
সন্ধ্যে থেকে রাত
কাজের মধ্যে ব্যস্ত থাকো
দেখাও অজুহাত।
ইট পাথরের ইমারতে
বন্দী আমি একা
কথা বলার সঙ্গী একটাও
পাইনি আমি দেখা।
দামী গাড়ি দামী বাড়ি
বিলাসবহুল জীবন
কাজের সূত্রে কাটাও দূরে
আমার সময় কাটে কেমন?
শুকনো বিছানা নির্জনপুরী
টিমটিম করে আলো
চোখের জলে রাত্রি ভেজাই
লাগেনা কিছুই ভালো।
রূপখানি তাই বৃথাই গেলো
দেখনি কখনো চেয়ে
মূল্য সময় পার হয়ে যায়
টাকাকে ধরতে গিয়ে।
অতীত কখন পড়লো চাপা
গয়নাগাটির ভারে
দিনরাত্রির প্রভেদ বুঝিনা
আজ পয়সার অহংকারে।
একাকিত্বের শূন্যতারা
করেনা আমায় তাড়া
মুঠোফোনের বোতাম টিপলে
বহুজন দেয় সাড়া।
আজব যন্ত্র দিয়েছে এনে
সুখের মহাকাশ
বিরহ আজ বাজেনা বুকে
করিনা হাহুতাশ।