পেট ফুললে করবে কি
শম্পা ঘোষ
কেউ কেউ
অন্যের সংশোধন করতে করতে
জীবনের কতটা অধ্যায় কাটিয়ে দিলো!
কিন্তু একবারও ভাবলো না
তার কি ভুল ছিলো?
মানুষের চরিত্র
বড়ই বিচিত্র,
শুধু অন্যের দিকে আঙুল তোলে
কিছু বলার জন্য সদাই দোলে,
একবার যদি ঘুরে দাঁড়াও
সত্য চাপড়ে ঘাড় নাড়াও
এই যে মশাই আপনি কে?
ওমনি জ্বলে আগুন হবে সে,
প্রত্যেকেরই প্রশ্ন করার আছে অধিকার
যদি করে, কেনো নিতে পারে না তার ভার?
সবজান্তা এক বড় ব্যমো
ঢাক পেটানোটাই তার আসল কর্ম,
নাক গলাতেই হবে তাকে
ঢুকে যায় তাই ফাঁকে ফাঁকে,
তাতে শান্তি পায় কি মনে মনে
না...আফশোসেরই পাহাড় বোনে?
মনের মতো হলো না বলা
পরের জন্য রইল তোলা,
তার পা চুলকায়,হাত চুলকায়
না বলতে পারলে চুল ছিঁড়ে খায়,
পেট ফুলে যায় অহরহ
ফুঁড়ে উঠে করবে দ্রোহ,
আসল বিষয় পড়ে চাপা
জ্ঞান সীমিত বড্ড মাপা,
তবুও সে সূচ ফোটাবে
এদিক ওদিক কাকে খোঁচাবে,
@@@@@@
দ্রষ্টব্য করলাম গোচড়
পেয়ো না যেনো কেউ মোচড়,
পড়ে যাবে সেই দাবাতে
ভাবনা বুনবে রাতে রাতে।
দেখুন জ্ঞান বুদবুদ আবার হবে
ধরবে এবার কাকে কবে?
********
****
" ২-১০-১৮"