পাতার ভাঁজে ময়ূর পালক(৩৫০তম কবিতা)
শম্পা ঘোষ
এক বিকেলের কোকিল ডাকে
বুক করে চিনচিন
ঢাকনা খুলে দিচ্ছে তালি
ফেলে আসা দিন।
পাতার ভাঁজে ময়ূর পালক
চুপটি করে রয়
কোন অজানায় খুলবে তালা
পাচ্ছে কি সে ভয়?
আগল-বাগল-পাগল আবেগ
ভাঙ্গলো বাঁশের বেড়া
কোন খুশিতে মাতবে এবার
কে দেবে গো সাড়া?
ফুরফুরে বেশ আনলো আবেশ
চকমকির ওই স্ফূরণ
ডিগবাজী খায় দুষ্টু স্মৃতি
কে করবে বারণ?
উষ্ণ চায়ে চুমুক দিয়ে
ঢোক গিলি যেই সেই
ফোসকা তোলা স্তব্ধ বায়ূ
হারিয়ে ফেলে খেই।
আজ অবেলায় কোন অছিলায়
গানটি গলায় আসে
গুটি গুটি পা টি ফেলে
কে এলে গো পাশে?
হাতটি ধরে ডাকলে কাছে
জীবন্ত হলো আজ
মনের পর্দা রঙিন ভাবে
আবার নিলো সাজ।
ওগো প্রিয় বলো তবে
কোকিল কেনো ডাকে?
প্রেমের বাতাস সুড়সুড়ি দেয়
মনের ফাঁকে ফাঁকে।
সব ডাকেরই ভাষা আছে
বুঝতে যদি পারো
সারা জীবন বুকে জড়িয়ে
এমনি করেই রেখো।
কায়ার মাঝে ছায়ার কসম
হদিস যদি পাও
ঝলমলে রোদ মুখ ঘুরিয়ে
"না হয়"-
একটু খানি চাও।
******
*
"২-১৪-১৭"