পরিণাম
শম্পা ঘোষ
কিছু অস্পৃশ্য বোঝার তাড়নায়
যারা বিপাকে পড়ে
কাতরাতে থাকে যখন
মানসিক যন্ত্রণায়...
কিছু লালসা যখন
অতৃপ্ততা বুকে নিয়ে
হাতরাতে থাকে
ছোট্ট সীমানায়...
কিছু খোশামদি
চেটচেটে বাতাস
শরীরকে টেনে নিয়ে যায়
যখন এক লোলুপ কামনায়...
কিছু চকচকে নেশার আকর্ষণে
পা ফেলে যখন অন্ধকারে
তখন ভালোবাসার মানচিত্র
ভরে উঠে ঘৃণায় ঘৃণায়।
***************
************
********
&&&&&
&&&
&