পরশ পাথর
শম্পা ঘোষ
কাল ভাঙ্গা কালের ঘোরে
আজ মানুষ হচ্ছে নাজেহাল,
তাই- বেহিসাবী পা টি ফেলে
কেটে দিচ্ছে নাচেরিই তাল।
সঙ্গ এখন বেজায় দোষের
বাতাসেতেই ঘুরপাক খায়,
দোষ না করেও দোষের দাবী
ঘাড় বেঁকিয়ে দিচ্ছে রায়।
ওমুক তমুক বাটখারাতে
উদাহরণ কয় ওজনটা,
দোকানদারীর মূল্য বোঝে
সত্যি তবে কজনটা?
লাভ-লোকশান হালের খাতায়
চোখ বোলানো জীবনটা,
হিসাব করলে পড়বে ফাঁকি
মেলাবে কিভাবে বাকিটা?
মর্ত্যে বসে মত্ত সবাই
চোখটি ঘষে হচ্ছে লাল,
বুদ্ধি কখন বিপাকে পড়ে
দেখানোকেই বানায় ঢাল।
বিবৃতিময় অজুহাতে
ছাপানো কাগজ রঙ মাখায়,
হাইব্রিডের ফলন হলে
মুনাফা যেনো বোম ফাটায়।
চড়বড়ানি ফড়ফড়ানি
মুখের ডগায় খই ফোটে,
খোলা বাজারে বেচতে থাকে
ভরছে দেখো জাল নোটে।
সবাই এখন সবটি বোঝে
আসল কথা কে মানে?
তুমি বোকা শিখে গেছো
উত্তরটা ছল ভানে।
**************
*****
"২-৪-২০"