পানুবাবুর বক্তব্য
শম্পা ঘোষ
আচ্ছা পানুবাবু,
সত্যি করে বলুন তো,
কবিতা আসলে কি?
পানুবাবু হাসতে হাসতে বলেন,
শুনেন,
কবিতা হচ্ছে
ডিম পেড়ে
ভালো করে
দিতে হবে তা...
হাঃ...হাঃ...হাঃ...
বুঝলেন কিছু...
তারপর বেড়োবে ছানা,
আস্তে আস্তে শক্ত হবে পাখনা...
একদিন যাবে উড়ে,
দূরে বহুদূরে,
স্বাধীনতার এ এক উল্লাস,
না কারোর দাস...
এরই নাম কবিতা,
যা হবে তোমার মিতা।
বিড়বিড় করে বলতে বলতে-
পানুবাবু চলে গেলেন
ধীরে ধীরে,
মিশে গেলেন মানুষের ভিড়ে...
তাকিয়ে থাকলাম সেই দিকে,
জানেন উনি কে?
********
*****
!
"৭-৯-২১"
সব কিছু বলতে হয় না-
বুঝে নিতে হয়,
হোক কবিতার জয়।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচছা, প্রিয় কবি।
শুভেচ্ছা রইলো
ডিমে না দিলে তা
ফুটে না কখনো বাচ্ছা,
লালন না করলে তারে
হয় না কখনো সাচ্চা!
সুন্দর উপমায় রূপক কবিতাটি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রূপক কবিতটি দারুণ মনোগ্রাহী।
প্রিয় কবিবোনকে জানাই নিরন্তর শুভেচ্ছা।
শুভেচ্ছা ও ভালবাসা রইল অফুরান।
তবে, বললে হয়তো বুঝাটা আরো মজবুত হতো।
অনন্য কাব্যিকতায় মুগ্ধ হলাম, শুভ কামনা রইল প্রিয় কবি।
দারুণ!