পানুবাবুর বক্তব্য
     শম্পা ঘোষ

আচ্ছা পানুবাবু,
       সত্যি করে বলুন তো,
              কবিতা আসলে কি?

পানুবাবু হাসতে হাসতে বলেন,
                    শুনেন,
  কবিতা হচ্ছে
        ডিম পেড়ে
           ভালো করে
               দিতে হবে তা...

হাঃ...হাঃ...হাঃ...
             বুঝলেন কিছু...

তারপর বেড়োবে ছানা,
     আস্তে আস্তে শক্ত হবে পাখনা...

একদিন যাবে উড়ে,
            দূরে বহুদূরে,
     স্বাধীনতার এ এক উল্লাস,
             না কারোর দাস...

এরই নাম কবিতা,
  যা হবে তোমার মিতা।

বিড়বিড় করে বলতে বলতে-
          পানুবাবু চলে গেলেন
                           ধীরে ধীরে,
     মিশে গেলেন মানুষের ভিড়ে...

তাকিয়ে থাকলাম সেই দিকে,
             জানেন উনি কে?

                   ********
                      *****
                          !
                  "৭-৯-২১"


সব কিছু বলতে হয় না-
          বুঝে নিতে হয়,
হোক কবিতার জয়।