পান্তাভাতে ঘুমের নেশা
             শম্পা ঘোষ

                 আরে কবি, বলুন দেখি
সত্য করে কথা,
                    সময়টাকে দুষে দুষে
ভরাও শুধু খাতা।
                   সত্যি তবে সত্যি কথা
দাও না খুলে আজ,
            শুনে ভয় পেয়ে পালাও সরে
কপালে পড়লো ভাজ।
             দোষ দিও না,দোষ নিও না
  ঘটক কেনো সাজো?
                দৃষ্টি,বোঝার মিলন মাঝে
  কোন সন্ধিটাকে খোঁজো?
                 ভাবলে বসে যে কলমটা
   লিখলো খুলে সত্যি,
                 হঠাৎ করে বদলে দিলো
   অন্ধ সাজার যুক্তি।
             বইয়ের ভাজে লুকিয়ে কাঁদে
   কত সমাজ পরিবর্তন,
                  সেও এখন হাত মিলিয়ে
   গাই অন্য ধারার কীর্তন।
              অন্যায়,নীতির আপোষ করে
   পাল্টে দিচ্ছো ঘুঁটি,
                        স্বার্থটাকে পথ্য করে
   এবার আকড়ে ধরো খুঁটি।
                 কবির খেতাব গলায় পড়ো
   তকমার ভারেই কুঁজো,
                পা বাড়ালে কোন সে ফাঁদে
    করলে কারে পূজো?
                     ঘাড়,গলা বিকিয়ে দিয়ে
    হলে যে পক্ষপাতী,
                    ভুলের বোঝা কাঁধে নিয়ে
    করলে মাতামাতি।
                  দোষ দিও না,দোষ নিও না
    কোরো না কিছুই গরব,
            এখন মুখ লুকিয়ে পালিয়ে বাঁচো
     আর হও না সরব।
                          সত্য বলা,সত্য দেখা
     সবই ঘষছে দাঁতে দাঁতে,
                      বিবেকটাকে ঘুম পাড়িয়ে
     চটকাও আলুভাতে।
                          বুদ্ধি এখন পান্তাভাতে
     চটকায় না আর লঙ্কা,
                     পদ খোয়াবে এই না ভেবে
     হচ্ছে কি মনে শঙ্কা?

                   ***********
                          ****
                             *
                        "৬-৬-২২"