পালাবদল
শম্পা ঘোষ
কতকগুলো পাওনা এখন
রইল বুঝি তোলা,
বন্ধু তুমি ভয় পেয়ো না
খাও না বসে ছোলা।
আদান-প্রদান গল্প কথার
বানেই চলো ভাসি,
ঝরঝরে মন করবো তোমায়
থাক না স্মৃতি বাসি।
গলা ছেড়ে বলবো কথা
হাসবো জোরে জোরে,
আনন্দটা জড়িয়ে ধরে
জাগবো নতুন ভোরে।
স্বপ্ন ঘরে থাকবো না আর
বন্ধ কোরে মন,
টাটকা তাজা ফুলের গন্ধে
কাটাবো কিছুক্ষণ।
কান খাড়া নয়,মন খারাপ নয়
সময়টাকে বুঝে,
রেখে যাবো হাজার খুশি
পাতার ভাঁজে ভাঁজে।
বন্ধু কখন পাল্টে গেলো
ধরলো অন্য সুর,
এখন সে পিপাসা মেটায়
নতুন নেশায় চুর।
একঘেয়েমীর একচালাতে
শান্ত হয় না যে আর,
বহুতলের বারান্দাতে
ঘোরায় দেখি ঘাড়।
পাল্টে যাওয়ার এই যে নীতি
হাওয়ার সঙ্গে মেশে,
কালকে ছিলো বড়ই কাছের
আজ নেইকো পাশে।
ঘড়ঘড়ে টান ঘষাঘষি
ভাবনার হচ্ছে ক্ষয়,
পাশ দিয়ে কে বললো হেঁকে
পেয়ো না আর ভয়।
ঝলমলে রোদ উঠলো আবার
গাইলো পাখি গান,
আবার ওগো পেলাম বন্ধু
নেইকো যেখানে ভান।
বুঝতে চাওয়ার মাঝেই থাকে
অনেক বোঝার ভুল,
স্বার্থ ছাড়া বন্ধন হয়
মন বন্ধুত্বের আকুল।
কে যে কখন আসবে পাশে
কে যে যাবে ছেড়ে,
আজকের দিনে বন্ধুত্বটা
কেবল ফেসবুকেতেই বাড়ে।
*******
****
!
"৭-১১-২২"