কাননের ফুল
  কাননে শুকায়
     শড়ির আঁচল
          ধুলায় লুটায়।

মুখের হাসি
   হয়ে গেছে ম্লান
        জমানো বুকে
          শত অভিমান।

কলুষিত মন
    ঘৃনায় ভরে
      দুচোখে শুধু
         কান্না ঝরে।

ওগো প্রেয়সী
    ওগো ললনা
       চোখের ভ্রান্তি
          ভাবো ছলনা।

আঁধারে আঁধার
     ভরেছে গগন
       ডুবে গেছে সব
           দেখানো স্বপন।

বেদুইন মন
  অজানার বেশে
    মায়াজালে বাধে                                                                                                    
           মিথ্যা হেসে।
                                                          
অভাগীর প্রেমে
    ভিক্ষার ঝুলি
      দুঃখের বোঝা
          বয়েছে খালি।

ভুলের বাসা
   অঙ্গিকারের
      ভলোলাগার
         ভাঙন ধরে।

অপচয় হলো
    স্মৃতির খাতা
      মুছে ফেলা দায়
          জমানো ব্যথা।

ন্যায় অন্যায়
       দ্বন্দ্ব বাঁধে
        অভিযোগ ওঠে
          চোরাবালির খাদে।

অতৃপ্ত আজ
     দুটি ছায়া
       বিচ্ছেদ চায়
          দেহের মায়া।

একুশটি বছর
    কাটালো জীবন
         নীরব কেনো
            উহার ভুবন?

     ???????????
        ???????
          ????