ওঠো জাগো
শম্পা ঘোষ
মায়ের কাছে এই অভিযোগ
চলছে নিরন্তর।
তবুও মা চুপ করে রয়
দেয়না উত্তর।
দুষ্টু ছেলের হাতেই সদা
থাকে বড় ডান্ডা
ভয় দেখাবে না মানলে
পিটিয়ে করবে ঠান্ডা।
চোখের জল পড়ছে মায়ের
সবাই দেখি চুপ
আর সইবো না এই অপমান
ধরবো নতুন রূপ।
সূচনা হবে নতুন প্রভাত
গাইবো সকলে গান
মায়ের মুখে হাসি ফোটাবো
ফিরিয়ে দেবো মান।