অবহেলা লাঞ্ছনা ভার
      ব্যর্থ হৃদয় করে ছারখার
ধিক্কার দেয় ক্ষুদ্র জীবন
        ভালবাসার বিফলতায়।
মনের খাঁজে দগ্ধ জ্বালা
         উধাও হওয়া উন্মাদনা
প্রয়াস চলে বিষন্নতা
       মাকড়সার জাল বিছানো।
স্বপ্ন ভাঙ্গা অন্ধকারে
           শরীর ঘিরে ছটফটানি
বিচ্ছিন্নতা মুক্ত করে
       গলে যাওয়া মোমের ঘর।
বিবাদ ওঠে ঠোঁটের ডগায়
              অদৃশ্য হয় অনুভূতি
দাবার চালে প্রেমের গুটি
            অঙ্গে ধরে কত ব্যথা।
জড়তারা মুখ তুলে কয়
   অভিমানের নেই কোনো দাম
তিরস্কারের প্রবল দাপট
       বুকের ভিতর হাতুড়ির ঘা।
পরাজিত হয় ভালোবাসা
           টুকরো হয়ে খসে পড়ে
তাল হারানো দুটি জীবন
           আকর্ষণের ছন্দ কাটে।
কাঁদতে পারে না প্রেম
          ফুঁ দিয়ে মনকে নেভায়                                                          
লুকিয়ে গেলো ক্লান্ত হৃদয়
          অন্ধকারে অন্ধকারে।  

    **************
      ***********
         ********
           ******