অন্যভাবে দেখবেন
শম্পা ঘোষ
এক সময় অভিভাবকদের চাপে
উত্তরসূরীরা "হ্যাঁকে" "হ্যাঁ"
আর "না" কে "না" বলে মানতো...
এতে কি লাভ,কি ক্ষতি,
কি ভালো,কি মন্দ হয়েছে-
আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না...
কিন্তু...সেই উত্তরসূরীরা-
ভয়ে কোনো উত্তর চাইতো না,
উত্তর দিতও না...শুধু মাথা নিচু করে-
শুনে যেতো...
সেই ভয়ের মধ্যে শ্রদ্ধা ছিলো...হয়তো!
অন্যদিকে ভালোবাসা ছিলো...হয়তো!
আর শিক্ষা ছিলো...গুরুজনদের -
উপরে কথা বলা যায় না...
এই প্রশিক্ষণ পেয়েই হয়তো
সেই উত্তরসূরীরা যখন-
অভিভাবক হলো,
প্রতিজ্ঞা করলো ওদের উত্তরসূরীকে-
এমন চাপে রাখবে না...
তাই দিয়ে ফেললো-
অফুরন্ত স্বাধীনতা,
হলো বিপরীত,
এখন বুক চাপড়ে কোনো-
লাভ নেই...
শুধু বিড়বিড় করে বলতে থাকে
আমরাই ভালো ছিলাম...
দেখলাম,দেখছি আর দেখবোর
মাঝে যদিও চিঁড়ে-চেপটা।
******
*
"১২-১৬-২২"