ওগো মা চেয়ে দেখো না
শম্পা ঘোষ
শিউলি যে বলে গেলো
মা এবার আসছে
মাথার উপর নীল আকাশ
সাদা মেঘে ভাসছে।
চারিদিকে আনন্দে
মেতে ওঠে পরিবার
পুজোর বাজারটা
হয় যেন জোরদার।
ছোটো বড় সকলে
করে দেখো উল্লাস
মা থাকেন ঐ দূরে
নাম তার কৈলাস।
স্বামী তার ভাঙ খেয়ে
পড়ে থাকে শ্মশানে
মা বড় আদরের
বসাও গো আসনে।
শরতের আবহাওয়ায়
ঘোর লাগে মনেতে
মন কেন চলে যায়
কাশ ফুলের বনেতে।
পাড়ায় পাড়ায় দেখো
প্যান্ডেল বাঁধছে
কত মানুষ না খেয়ে
রাস্তায় কাঁদছে।
মা তুমি দেখো না
ওদের কি কান্না
ঘরেতে খাবার নেই
হয় নাকো রান্না।
সবাই তো তোমার ছেলে
কেন ওরা ভুগবে
ঝলমলে প্যান্ডেলে
তুমি বসে থাকবে।
************
*********
******
***
*