ওগো ভালোবাসি
শম্পা ঘোষ
এক ফালি চাঁদ দেখে,কেনো মিঠে হাসো?
পূর্ণতা পাবো জানি, যদি ভালোবাসো।
সংলাপ-বিবরণে, আছে খোলা মাঠ
বিষমটা খেয়ো নাকো, বলি ষাঠ ষাঠ।
সরাসরি বলে ফেলি, কাছে আরো কাছে
শুনে লজ্জায় হামাগুড়ি, ভুরু দুটি নাচে।
আলুথালু বসনে, হাত খোঁপার রূপ
ঝিঁ ঝিঁ পোকার কলরব, করে না যে চুপ।
কত কিছু আছে বলার, নেই অবসর
অভিমান জমানো পলি, হয় বালুচর।
এসো তবে খেলা করি, চূড় বাঁধা বুকে
সব টুকু যায় না বলা ,তোলা থাক মুখে।
ঝুলন্ত বাগানে ফোটে, অনুভবের ফুল
প্রেমের সুগন্ধে ডুবে, পেতে চাই কূল।
বিশ্বাসে ভাসে তরী, নিঃশ্বাসে বাস
জীবনের খেলা ঘরে, ধরে রাখি রাস।
জাগরণে যায় নেচে, বিভাবরী সুখ
জাদুর ছোঁয়ায় ভারে, মুছে গেলো দুখ।
জোয়ার-ভাঁটায় চলে, নব নব খেলা
ভালোবাসা-আকর্ষণ, জীবনেরই মেলা।
চাঁদনীর গৌরবে, ফুটে ওঠে হাসি
বারবার বলি তাই, ওগো ভালোবাসি।
মধুর এই শব্দে, কি যে শিহরণ
সব কিছু ভুলে গিয়ে, গলে যায় মন।
**************
*******
**
(৩-১৬-২৩)