ওগো ভাবনা কোথাও যেও না
শম্পা ঘোষ
ভাবনারা আজ মুখ ফিরায়ে
নেইকো কোনো চাড়া
শব্দরা যে কোথায় গেলো
তারাও দেয় না সাড়া।
মন কি তবে ঘুমিয়ে গেলো
বলবে না সে কথা
ও মন রে কেনো ঘুমাস
বুকে নিয়ে ব্যথা?
ঘুরতে হবে বুঝতে হবে
বাঁচতে হবে আবার
দেখ নারে তুই চোখটি খুলে
জগৎ সংসার অপার।
অন্ধকারে জ্বালা আলো
হাত বাড়িয়ে ধর
ভাবনা কখন আসবে ফিরে
সে যে হয়নি পর।
বিভাবরী তাই প্রেম বিলায়ে
ভরিয়ে দেয় যে সুখ
মধুময়ী চাঁদ আপন করে
দেখবে যে তোর মুখ।
বাতাস দেখ না ফুরফুরিয়ে
জানলা বেয়ে আসে
কেমন করে দিচ্ছে ছুঁয়ে
আলতো ভালোবেসে।
লাইলাকেরই গন্ধে আবার
মাতাল হলো মন
মন যে আমার চাইলো পেতে
তোমার আলিঙ্গন।
তোমার পরশ পেলেই পরে
উঠবো আবার জেগে
শব্দ,ছন্দ,গন্ধ মেখে
চলবো আগে আগে।
সোহাগমাখা সুখগুলো সব
হচ্ছে আবার জড়ো
ওগো আমার ভাবনা আমার
মনকে তুলে ধরো।
**************
************
**********
*******
****
*