ওগো আমার কবি আঁকি তোমারি ছবি (কবিগুরুর স্মরণে)
শম্পা ঘোষ
কে যেনো বলে গেলো কানে কানে
থাকিস না আর নিদ্রিত শয়নে,
কোথায় গেলি আজ
ওরে,আবার তুই সাজ,
এবার নে রে তুলে কলম
ওটাই দুঃখ ঘোচার মলম,
আমি যে আছি পাশে
তুই হাঁটবি ঘাসে ঘাসে,
এ কারে আমি দেখি
বড্ড চেনা দুটি আঁখি,
বলে,কষ্টতো জীবনের এক রঙ
হবে ফ্যাকাশে কখনো ধরবে জং,
কেনো রে ভয় পাস
জোরে জোরে নে শ্বাস,
আলো দেখাবেই তোকে পথ
ছোটা ভাবনার দ্বৈরথ,
এবার ধড়ফড়িয়ে উঠি
ভাবি আজকে তো ছুটি,
জানলায় উঁকি দিচ্ছে রবি
ওমা, আজকে যে তোমার জন্মদিন কবি,
ঠাকুর তুমি যে আমার প্রেরণা
শয়নে,স্বপনে,জাগরণে করি যে শুধু সাধনা,
আবার আমি জাগবো
তোমার কথাই ভাববো,
কনকচাঁপা দিলাম তোমার চরণে
আমার অন্তরে আছো যে সদাই স্মরণে,
"সন্ধ্যামালতী সাজে যে ছন্দে
শুধু আপনারি গোপন গন্ধে",
তোমার গানে তোমায় দিলাম অর্ঘ্য
আমার মনের বাগানে সাজাবো স্বর্গ,
কবিগুরু লহ প্রণাম লহ প্রণাম
আজ চারিদিকে বেজে উঠুক শান্তির জয়গান,
খুঁজি তোমার আলোতে মুক্তির স্বাদ
করি পূজা যদি পাই একটু প্রসাদ,
শ্রদ্ধা,ভক্তি,ভালোবাসা দিলাম আমি অকাতরে
তোমার ভাবনায় মন আনন্দে থাকুক ভরে।
*******************
***********
২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন স্মরণে।