অবৈধ ইমারত
            শম্পা ঘোষ

   মুখ থুবড়ে পড়লো দেখি
           নিজের খোড়া গর্ততে
             ভাবেনি সে পড়বে এমন
                       ছিলো খুশির মত্ততে।

কানামাছি,লুকোচুরির
     খেলায় ছিলো ব্যস্ততা
        চোখ খুলে দেখিনি আদও  
                  কি আছে যে সত্যতা?

কোলা ব্যঙের গ্যাঙর গ্যাং
           হয়নি এখনো সময়টা
                সত্যি কি জান্ত না যে
                    আসল ব্যঙ্গ নিয়মটা?

পুকুর ছিলো ভরাট জলে
          বর্ষা ছিলো ঝমঝমে
     নাচ দেখাতো ঘোমটা তুলে
                গলা চড়াতো গমগমে।

সময় বুঝে ঝাঁপ দিয়েছে
    সোনা ব্যাঙের আটচালায়
           স্বার্থটাকে বাগিয়ে নিয়ে
              ভরছে দেখি সেই ঝোলায়।

আড়চোখেতে আড়াআড়ি
            বারাবারির বেশ ধরে
              চুপটি করে মুখ ঘুড়িয়ে
                      বসে আছে যার ঘরে।

কাঁধ  ঝাঁকিয়ে বকুলতলায়
            করতো যারা মস্তানী
               তারা এখন এক চেয়ারে
                          বসে খান চা-পানী।

গড়গড়াতে নেইকো সুখ
       হুক্কা বারের চমক চায়
           পদ্ধতিটা বদলে ফেলে
              শুনছে এখন অন্য রায়।

গোষ্ঠী সমাজ তুষ্টি করে
          দিচ্ছে পায়ে অঞ্জলি
           অন্ধ সেজে ভাব ভবনে
               কাকে যেনো দেয় গালি?

খটখটে রোদ আগুন ছড়ায়
                   গাছে গাছে ঘর্ষণে
             পুড়ছে হতাশ উঠছে বাতাস
                       হয় সঞ্চারিত চনমনে।

ঝাঁঝরা প্রথা,ন্যায় নীতিরা
        চুলোয় গেছে কোন কালে
           লুটছে টাকা,উঠছে প্রাসাদ
                    ভরছে ব্যাংক এই তালে।

                           ********
                                ***
                                  *
                             "৩-১০-২৩"